ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ব্যাপারটা হয়তো কল্পনাও করেননি।
স্যাবাইনা পার্কে ক্যারিবিয়ান সাগরের হারিকেনের মতো গতির ঝড় তুলে নাহিদ রানা যেখানে শেষ করেছিলেন, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানেরা যেন সেখান থেকেই শুরু করলেন। গতির জবাবে চোখে চোখ রেখে প্রতিআক্রমণ। তাতে দ্রুত রান তুলে লিডটাকে বেশ ভালো অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশ। ২ উইকেটে দলের স্কোরবোর্ডে ১১০ রান তুলে চা বিরতিতে গিয়েছেন দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ও সাদমান ইসলাম। ১২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সেশনের একটু পরপরই ১৪৬ রানে অলআউট হওয়ায় প্রথম ইনিংসেই ১৮ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। চা বিরতির আগে ২০ ওভার ব্যাট করে ওভারপ্রতি গড়ে ৫.৫০ করে তুলেছেন ব্যাটসম্যানরা। ২২ বলে ২৬ রানে অপরাজিত অধিনায়ক মিরাজ। ৭২ বলে ৪৪ রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন ওপেনার সাদমান।