সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ সোমবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলওয়ের দশম গ্রেডের ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ লিখিত পরীক্ষা ৫ জুলাই অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। এ পরীক্ষা আগামী বছরের মার্চে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।