বাংলাদেশি উদ্যোক্তা রবিন খুদার কর্মীদের জন্য ২৬২ কোটি টাকার বোনাস, বিশ্বব্যাপী আলোচিত
কর্মীদের বেতন ও সুবিধা নিয়ে সমস্যার খবর প্রায়ই শোনা গেলেও ভিন্ন এক নজির স্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা রবিন খুদা। অস্ট্রেলিয়ার এয়ারট্যাঙ্ক নামে তার প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানি সম্প্রতি একটি মার্কিন কোম্পানির কাছে ২৪ বিলিয়ন ডলারে (প্রায় ২ লাখ ৮৬ হাজার ৭১২ কোটি টাকা) বিক্রি হয়। এরপর কর্মীদের জন্য তিনি ঘোষণা করেছেন ২২ মিলিয়ন ডলারের (প্রায় ২৬২ কোটি টাকা) বোনাস।
প্রতিষ্ঠানের সাফল্যে কর্মীদের অবদানকে স্বীকৃতি
রবিন জানান, তার কোম্পানির ৩৩০ কর্মীকে জনপ্রতি ৬৫ হাজার ডলার (৭৭ লাখ ৬৫ হাজার টাকা) বোনাস দেওয়া হয়েছে। পাশাপাশি জ্যেষ্ঠ ১২০ কর্মীকে লভ্যাংশের শেয়ার প্রদান করা হয়েছে। তিনি বলেন, “কর্মীদের ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আমি এই পদক্ষেপ নিয়েছি।”
বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে কাজ
এয়ারট্যাঙ্ক বিভিন্ন বড় ডেটা সেন্টার তৈরি করে থাকে। এর গ্রাহকদের মধ্যে মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠান রয়েছে। সিডনি, মেলবোর্ন, টোকিও, সিঙ্গাপুরসহ বিভিন্ন জায়গায় কোম্পানিটির ১১টি ডেটা সেন্টার রয়েছে।
সংগ্রামের গল্প থেকে সফলতা
মাত্র ১৮ বছর বয়সে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান রবিন। কোম্পানি প্রতিষ্ঠার শুরুর দিকে তাকে কঠিন আর্থিক সংকট মোকাবিলা করতে হয়েছিল। নিজের সব সঞ্চয় শেষ করে, এমনকি দেউলিয়া হওয়ার আশঙ্কায় আইনজীবীর শরণাপন্নও হয়েছিলেন। তবে অদম্য চেষ্টা ও কর্মীদের সহযোগিতায় তিনি আজ এয়ারট্যাঙ্ককে শীর্ষে নিয়ে গেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
প্রতিষ্ঠানটি বিক্রির পরও রবিন এয়ারট্যাঙ্কের সিইও পদে রয়েছেন এবং এর মূল্য ১০০ বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছেন। তার এই উদ্যোগ কর্মীদের প্রতি একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ব্যবসায়িক জগতে বাংলাদেশি প্রতিভার সক্ষমতা প্রমাণ করেছে।