আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করছে। মুক্তির পর থেকেই সিনেমাটি দেশ-বিদেশের দর্শকদের মুগ্ধ করে চলেছে। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, রবিবার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ছবিটির আয় পৌঁছেছে ৫২৯.৫০ কোটি রুপিতে। চতুর্থ দিনের শেষে, পঞ্চম দিন মিলিয়ে দেশীয় বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৬৩২ কোটি রুপি।
বিশ্বজুড়ে সিনেমাটি ইতোমধ্যেই ৮০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে গেছে। চতুর্থ দিনে ভারতে একাই আয় করেছে ১৪১.৫০ কোটি রুপি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল এক সাফল্য। একই দিনে দুটি ভাষায় ৫০ কোটির বেশি আয়ের রেকর্ড করা প্রথম ভারতীয় ছবি এটি। মাত্র ৩ দিনের মাথায় ৬০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে, যা আর কোনো ভারতীয় সিনেমা এত দ্রুত করতে পারেনি।
চরিত্র এবং অভিনয়শিল্পীরা:
সিনেমাটিতে আল্লু অর্জুন তার অনবদ্য চরিত্রায়ণে দর্শকদের হৃদয় জয় করেছেন। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, যিনি তার সাবলীল অভিনয়ে ছবিতে নতুন মাত্রা যোগ করেছেন। এছাড়া, আইপিএস অফিসার এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে ফাহাদ ফাসিল তার শক্তিশালী উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। আগের সিনেমার মতোই, এবারও ফাহাদের পারফরম্যান্স এক কথায় দুর্দান্ত।
রেকর্ড ব্রেকিং সাফল্য:
প্রথম দিনেই সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ছবি।
চার দিনে ৮০০ কোটির গ্লোবাল বক্স অফিস কালেকশন স্পর্শ করা প্রথম সিনেমা।
৩ দিনের মাথায় দ্রুততম ৬০০ কোটির আয়।
প্রথম সপ্তাহে দেশের বাজারে ৫০০ কোটি রুপির মাইলফলক।
‘পুষ্পা ২’ ইতিমধ্যেই ভারতীয় সিনেমার নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। ভক্তদের ভালোবাসা আর রেকর্ডব্রেকিং সাফল্যে আল্লু অর্জুন ও তার টিম চলচ্চিত্রের ইতিহাসে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছেন।