বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, কঠোর নিয়ন্ত্রণ এবং উন্নত ব্যবস্থাপনার কারণে দেউলিয়ার পথে থাকা বেশ কিছু ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শনিবার টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪০০তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ব্যাংক কোনো ব্যক্তিগত বা পারিবারিক প্রতিষ্ঠান নয়; এটি আমানতকারীদের। দেউলিয়ার দ্বারপ্রান্তে থাকা ১০টি ব্যাংকের মধ্যে বেশ কয়েকটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।”
অর্থপাচার বিষয়ে গভর্নর আশ্বাস দেন যে, বিদেশে অবৈধ অর্থ পাচার করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে।
মুদ্রাস্ফীতি নিয়েও তিনি মন্তব্য করেন, “বর্তমানে মুদ্রাস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও, তা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কাজ করছি। আগামী বছরের জুন মাসের মধ্যে এটি একটি গ্রহণযোগ্য পর্যায়ে স্থিতিশীল করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”