জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুরাল, যা আমাদের চোখে দেখা যায়, সেটি রক্ষা করা সম্ভব হলো না। জানা যায় ৩১ ডিসেম্বর কোনো এক প্রোক্লেমেশন আসছে। জুলাই স্পিরিটকে বাঁচিয়ে রাখতে হবে।
তবে জুলাই স্পিরিট—যা চোখে দেখা যায় না, যা শব্দে প্রকাশ করা যায় না—সেটা আমরা রক্ষা করব। এটাই আমাদের আশা।