শরিফুল হক ডালিম (মেজর ডালিম) সম্পর্কে জানা যায়, তিনি বাংলাদেশে প্রথমবারের মতো “ইসলামিক প্রজাতন্ত্রী বাংলাদেশ” ঘোষণার উদ্যোগ নিয়েছিলেন। যদিও তা টিকে থাকেনি, তিনি এই ঘোষণার প্রথম উদ্যোক্তা ছিলেন।
তার সাক্ষাৎকারে থেকে জানা যায়, ডালিম, নূর ও জিয়াউর রহমানসহ কয়েকজন লক্ষ্য করেন, শেখ মুজিব ভারতীয় হস্তক্ষেপ সফলভাবে বাংলাদেশে বাস্তবায়ন করছেন। এই পরিস্থিতিতে তারা ২৫ বছরের জন্য একটি পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচির অংশ হিসেবে শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করা হয়। এ নিয়ে তারা কোরআন ছুঁয়ে শপথ নেন যে, এই পরিকল্পনার গোপনীয়তা রক্ষা করবেন। তবে পরবর্তীতে জিয়াউর রহমান এই কর্মসূচি থেকে সরে আসেন।
মেজর ডালিমের আলোচিত কিছু উল্লেখযোগ্য বক্তব্য :
১। মুজিব ডেভিট ফ্রস্টের সাক্ষাৎকারটির লক্ষ্যকে বলছে থ্রি মিলিয়ন। ঐখান থেকে যে থ্রি মিলিয়নের রেকর্ড বাজা শুরু হইলো তা চলতেই আছে, চলতেই আছে।
২। ১৬ই ডিসেম্বরের পর ভারতীয় সৈন্যরা যখন বাংলাদেশে অবস্থান নেয় তখন কোনা দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি ছিলো না। তখন ভারতীয় সরকার তাদের সৈন্য ফেরত নিয়ে জাতীয় রক্ষীবাহিনী তৈরির সিদ্ধান্ত নেয়। যে কাজটা ভারতীয় সৈন্যরা করছিলো সেটা পরে জাতীয় রক্ষীবাহিনী করছিলো।
৩। যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে অস্হায়ী সরকার গঠনের অনুমতি দেওয়া হয়, এই চুক্তিগুলো পড়ে নজরুল ইসলাম চিত হয়ে পড়ে গেছিলেন। এটা তো দাসখত যে ভারতের একটা করিডর রাজ্য, তারপর একটা অঙ্গ রাজ্যে পরিণত হবে।
৪। Sheikh Mujib was a casualty in a conflict.
৫। নিম্নির (মেজর ডালিমের স্ত্রী) ক্যান্সার ছিল, তাকে হাউজ এরেস্ট করে রাখা হয় ১৯৯৬ থেকে। এমনকি খালেদা জিয়াও তাকে পাসপোর্ট দেয় নাই, ফলে ক্যান্সারে মারা যায়।
৬। একজন মুসলিম হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা মানি না। জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে হযরত আদম (আঃ)
৭। যখন আমরা ভারতের গেমপ্লান বুঝতে পারলাম (বাংলাদেশকে ভারতের অঙ্গীভূত করার) তখন আমরা মুক্তিযুদ্ধের আড়ালে সেনাপরিষদের বীজ বোপন করি।
৮। মেজর জিয়া যখন দেখলেন যে তিনি সেনা পরিষদের প্রায় ৪০০০ লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতা কুক্ষিগত করা জন্য তখন তার অবস্থা নড়বড়ে হয়ে গিয়েছিলো। তিনি ডিভাইডেড নীতি প্রয়োগ করলেন যেটা খুবই মারাত্মক ছিলো তার জন্য, তিনি হয়তো বুঝতে পারেন নাই।
৯। জিয়ার শপথ ভঙ্গ: জিয়াউর রহমান আমাদের সাথে কোরান শপথ নিয়ে বলেছিলেন যে, তিনি আমাদের সাথে কাজ করবেন কিন্তু তিনি তার শপথ থেকে সরে এসেছিলেন।