শিরোনামঃ
ব্রিটেনে বেনিফিট জালিয়াতি ঠেকাতে সব ব্যাংক অ্যাকাউন্ট নজরদারিতে নতুন ক্ষমতা পাচ্ছে DWP ইউরো ২০২৫-এ ইতিহাস গড়ল ইংল্যান্ড: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন লায়নেসরা প্রতিনিধিদল যাচ্ছে যুক্তরাষ্ট্র, ২৫টি বোয়িং কেনাসহ বাণিজ্য আলোচনায় ইতিবাচক বার্তা দেওয়ার প্রস্তুতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী বাড়ছে খাদ্যের দাম ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি পর্তুগালের নাগরিকত্ব পেতে লাগবে ১০ বছর, অভিবাসন নীতিতে বড় পরিবর্তন জার্মানি ও ইতালির $২৪৫ বিলিয়ন মূল্যের স্বর্ণ যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে বিশ্বমুদ্রা ব্যবস্থায় ডলারের আধিপত্য চ্যালেঞ্জের মুখে: চীনা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রাশিয়া যুক্তরাজ্যের সবচেয়ে নিকটবর্তী পারমাণবিক ঘাঁটিগুলো ‘উন্নততর’ করছে গ্যাটউইক ফ্লাইটে ভয়াবহ দুর্ঘটনা, কোনো যাত্রী জীবিত নেই

মেরাজ সম্পর্কে কী বলেছেন বিশ্বনবি?

যুক্তরাজ্যে আজ দিবাগত রাত লাইলাতুল মিরাজ, যা শবে মিরাজ নামেও পরিচিত, পালিত হবে

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

মেরাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের অন্যতম মহিমান্বিত ঘটনা। এটি তাঁর নবুওয়াতের অন্যতম বড় মুজেজা এবং উম্মতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা ও নেয়ামত। আল্লাহ তাআলা মেরাজের ঘটনা উল্লেখ করে বলেন:

“পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যার চারপাশে আমি বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।” (সুরা ইসরা: ১)

মেরাজ সংঘটিত হয় নবুওয়াতের ১১তম বছরের এক রাতে, যা রজব মাসে ২৬ তারিখ রাতে বলে ধারণা করা হয়। এটি ছিল এমন একটি অলৌকিক ঘটনা, যা ইসলাম ও মুসলমানদের জন্য এক বিশেষ সত্যায়ন।

মেরাজের ঘটনা হাদিসের আলোকে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেরাজের রাতে আকাশে ভ্রমণ করানো হয়। এই সফরে তিনি আসমানসমূহ পরিভ্রমণ করেন এবং বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ করেন। উল্লেখযোগ্য হাদিসের বর্ণনা নিম্নরূপ:

১. মেরাজের শুরু

হজরত মালিক ইবনে সাসা (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এক রাতে আমি কাবার হিজরে শুয়ে ছিলাম। জিবরাইল (আঃ) এসে আমার বুক চিরে সোনার পাত্রে রাখা ঈমান ও হিকমাহ দ্বারা তা ধৌত করেন। এরপর বোরাক নামক বাহনে সওয়ার হয়ে যাত্রা শুরু করি।

২. আসমানসমূহে নবীদের সাথে সাক্ষাৎ

প্রথম আসমানে তিনি হজরত আদম (আঃ)-এর সাথে সাক্ষাৎ করেন। দ্বিতীয় আসমানে ইসা (আঃ) ও ইয়াহইয়া (আঃ), তৃতীয় আসমানে ইউসুফ (আঃ), চতুর্থ আসমানে ইদরিস (আঃ), পঞ্চম আসমানে হারুন (আঃ), ষষ্ঠ আসমানে মুসা (আঃ) এবং সপ্তম আসমানে ইবরাহিম (আঃ)-এর সাথে সাক্ষাৎ করেন। নবীদের প্রত্যেকেই তাঁকে স্বাগত জানান।

৩. সিদরাতুল মুনতাহা এবং জান্নাত-জাহান্নাম পরিদর্শন

সপ্তম আসমানের পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছান। সেখানে জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখানো হয়। তিনি জান্নাতে বেলালের কণ্ঠস্বর শুনতে পান এবং কিছু গুনাহগার ব্যক্তিদের শাস্তি প্রত্যক্ষ করেন।

৪. নামাজের বিধান

মেরাজের সময় আল্লাহ তাআলা প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেন। মুসা (আঃ)-এর পরামর্শে বারবার অনুরোধ করার পর তা ৫ ওয়াক্তে নেমে আসে। আল্লাহ ঘোষণা দেন, ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে ৫০ ওয়াক্তের সমান সওয়াব পাওয়া যাবে।

৫. কুরাইশদের কাছে মেরাজের বিবরণ

মেরাজ শেষে সকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাইশদের কাছে এ ঘটনার বিবরণ দেন। আবু জাহল ঠাট্টার ছলে কুরাইশদের ডেকে এনে তাঁকে প্রশ্ন করে। নবিজী বায়তুল মাকদিসের বিবরণ এমনভাবে দেন, যা সবাইকে অবাক করে। এমনকি তিনি মক্কার বাণিজ্য কাফেলার খবরও সঠিকভাবে বলে দেন।

মেরাজের শিক্ষা

মেরাজ শুধু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা বৃদ্ধির ঘটনা নয়; এটি উম্মতের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে:
1. নামাজ ইসলামের মূল স্তম্ভ এবং মেরাজের সময় এটি ফরজ হয়।
2. মুমিনের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস ও তাওহিদে অটল থাকা অপরিহার্য।
3. গীবত, মিথ্যা এবং গুনাহ থেকে বাঁচার শিক্ষা এতে রয়েছে।

মেরাজের প্রকৃত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। এটি বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয় আরও সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: সোম, ৮ সেপ্টে.

আজকের দিন-তারিখ

  • সোমবার (সকাল ১১:২১)
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
  • ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আপনার প্রয়োজনীয় আসবাবপত্র কিনুন হোডেক থেকে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১