জামালপুরের একটি পতিতা পল্লী থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতভর অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাসুদ পারভেজ মুকুল মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া দুজন জুলাই-আগস্টের আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার অন্তর্ভুক্ত ছিলেন। পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।