বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, সারজিস আলমের শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমান, যার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। পেশাগত কারণে তিনি পরিবারসহ রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করেন।
শ্বশুরবাড়ির পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর ঘরোয়া পরিবেশে তাদের বিবাহ সম্পন্ন হয়। গণমাধ্যমের বাড়তি নজর এড়াতে নবদম্পতি ও তাদের পরিবার বর্তমানে ওই রিসোর্টেই অবস্থান করছেন।
আরও জানা যায়, সারজিস আলমের স্ত্রী তিন ভাইবোনের মধ্যে বড় এবং তিনি একজন কোরআনের হাফেজা। সবসময় পর্দা মেনে চলার কারণে তার নাম ও ছবি প্রকাশে পরিবার আগ্রহ দেখায়নি।
সারজিস আলমের জন্ম ১৯৯৮ সালের ২ জুলাই, পঞ্চগড়ে। তিনি বিএএফ শাহীন কলেজ, ঢাকা থেকে এইচএসসি সম্পন্ন করার পর ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তিনি ছাত্রলীগের প্যানেল থেকে অমর একুশে হল সংসদের সদস্য পদে জয়ী হয়েছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে বিতর্ক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।