বিশিষ্ট মার্কিন ব্যবসায়ী জেন্ট্রি বিচ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
হাইগ্রাউন্ড হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা বিচ জানান, তার কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে একাধিক সম্পদ অর্জন করেছে এবং দেশের জ্বালানি, অর্থনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা করছে।
“আপনারা অসাধারণ কাজ করেছেন,” অধ্যাপক ইউনূসকে উদ্দেশ করে বিচ বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্থিতিশীলতার প্রশংসা করেন।
“এটি বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময়। আমরা এখানে থাকতে পেরে উচ্ছ্বসিত,” বলেন বিচ, যিনি প্যারামাউন্ট ইউএসএর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, তার কোম্পানি রিয়েল এস্টেট, বিশেষ করে স্বল্প খরচে সামাজিক আবাসন প্রকল্প, পাশাপাশি মহাকাশ ও প্রতিরক্ষা খাতেও বিনিয়োগে আগ্রহী।
অধ্যাপক ইউনূস বিচের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এখন বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।
“দেশটি এখন ব্যবসার জন্য প্রস্তুত। বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা করছি,” মন্তব্য করেন ইউনূস।
তিনি বিশেষ করে অনশোর ও অফশোর গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আফ্রিকায় বিনিয়োগ করা এবং পাকিস্তানে বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা থাকা বিচ বলেন, মার্কিন বিনিয়োগ বৃদ্ধির ফলে স্থানীয় শ্রমিকদের মজুরি বাড়বে।
“আমরা বাংলাদেশকে আবার মহান করব,” তিনি ঘোষণা করেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।