নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়, যার ফলে একটি গাড়ি পুড়ে গেছে।
এর আগে, গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘটনায় ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সঙ্গে শেখ হাসিনার বাসভবন সুধা সদন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, হাসানাত আব্দুল্লাহ ও মাহবুবুল আলম হানিফসহ বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারিত হলে শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার বক্তব্য প্রচারের প্রতিবাদে দিনের বেলায় ঘোষণা দেওয়া হয় যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।
রাত ৮টার দিকে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা দল বেঁধে ধানমন্ডি ৩২-এর দিকে অগ্রসর হয়। তারা ফটক ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করে এবং লাঠি ও ভারি বস্তু দিয়ে স্থাপনাটির বিভিন্ন অংশে ভাঙচুর চালায়।
বৃহস্পতিবার সকালেও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙার কাজ অব্যাহত থাকে। অনেকে ভবনের ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন ও কাঠসহ বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে যায়।