কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের পঞ্চায়েতপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেত্রী দোলনা আক্তারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য।
রবিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দোলনা ওই গ্রামের দুলাল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে সারা দেশে “ডেভিল হান্ট” অভিযান শুরু হলে গ্রেপ্তার এড়াতে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দোলনা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।