জামায়াত আমিরের চাঁদাবাজি বন্ধের আহ্বান
লক্ষ্মীপুরে অনুষ্ঠিত এক গণজামায়াতে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, দেশে প্রতিদিন চাঁদাবাজি চলছে। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “দয়া করে চাঁদাবাজি বন্ধ করুন। যদি খাওয়ার কষ্ট থাকে, আমাদের জানান, আমরা খাবারের ব্যবস্থা করব।”
শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে কেউ স্থায়ী হতে পারেনি। অতীতে সোনার বাংলা গড়ার নামে জনগণকে শোষণ করা হয়েছে। এমন রাজনীতি আর চলতে পারে না, যা ফ্যাসিবাদী শাসনে রূপ নেয় এবং পরিণামে দেশ ছাড়তে হয়।”
তিনি বলেন, “দেশের জনগণ দুঃশাসন থেকে মুক্তি চায়। আমাদের উচিত জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়া।”
দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে অনুষ্ঠিত জামায়াতের এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, মোবারক হোসেন, রেজাউল করিম, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি আতিকুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
এছাড়া চট্টগ্রাম মহানগরীর আমির শাহাজান চৌধুরী, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীমসহ অন্যান্য নেতৃবৃন্দও জনসভায় উপস্থিত ছিলেন।