মার্কিন ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের নাটো (NATO) ত্যাগের পক্ষে মত দিয়েছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যম X (পূর্ববর্তী টুইটার)-এ তিনি বলেন, “আমেরিকার জন্য ইউরোপের প্রতিরক্ষার খরচ বহন করা কোনো অর্থবোধক সিদ্ধান্ত নয়।”
রবিবার ভোরে X-এ একটি পোস্টে দাবি করা হয় যে, যুক্তরাষ্ট্রের এখনই নাটো ছাড়ার প্রয়োজন। সেই পোস্টের প্রতিক্রিয়ায় মাস্ক তার সমর্থন জানান।
বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এমন মন্তব্য নাটোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা উসকে দিতে পারে। এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নাটো ত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন এবং ইউরোপের দেশগুলোকে নিজস্ব প্রতিরক্ষা ব্যয়ের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখনও মাস্কের মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে আন্তর্জাতিক অঙ্গনে এটি নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।