গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে লন্ডনে বিশেষ ইফতার মাহফিল
লন্ডনে আগামী ১৭ মার্চ, সোমবার, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার, হার এক্সেলেন্সি আবিদা ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকগণ, যারা ইতোমধ্যে অংশগ্রহণের সম্মতি প্রদান করেছেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে ব্রিটেনে বসবাসরত সকল বাংলাদেশিকে উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।