বোলিং নিষেধজ্ঞা থেকে মুক্ত সাকিব
গত বছর সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টির দল সারের হয়ে সামারসেটের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে মাঠে নামের সাকিব আল হাসান। বল হাতে দুর্দান্ত পারফর্মেন্সের পর ও জানতেন না যে সে ম্যাচটা কাল হয়ে দাঁড়াবে তার জন্য। সে ম্যাচেই তার বোলিং একশন নিয়ে প্রশ্ন ওঠে এবং তার কিছুদিন পরে নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে সুসংবাদ পেলেন সাকিব আল হাসান, উতরে গেছেন পরীক্ষায়।
নিষেধাজ্ঞার পর পরই চেন্নাইতে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন। তবে অ্যাকশনে ত্রুটি থাকায় সেবার পাড় হওয়া হয়নি। সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রপিতে গেছে বাংলাদেশ দল। চোখের সমস্যার কারনে ফ্রেঞ্চাইজি লিগ গুলোতে কদর কমে যায় ‘শুধু’ ব্যাটার সাকিবের।
তবে চেষ্টা চালিয়ে গেছে সাকিব। ইংল্যান্ডে ফিরে সারের হেড কোচ গ্যারেথ ব্যাটির সাথে কয়েক সপ্তাহ নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন সাকিব। ফলাফলও পেলেন। অবশেষে প্রায় ৩ মাস পর নিজের বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পেলেন সাকিব।