ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো উল্লেখ নেই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে মোদির থাইল্যান্ড সফরের বিস্তারিত প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানিয়েছে, সফরের অংশ হিসেবে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে। তবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো বৈঠকের কথা সূচিতে নেই।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, নরেন্দ্র মোদি ৩-৪ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন, যা তার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংতার্ন সিনাওয়াত্রার আমন্ত্রণে অনুষ্ঠিত হবে। সফরের সময় তিনি ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
থাইল্যান্ড সফর শেষ হলে মোদি শ্রীলঙ্কা সফরেও যাবেন বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, আগামী সপ্তাহে ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো বৈঠকের কথা উল্লেখ করা হয়নি। বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট শাসনব্যবস্থার পরিবর্তনের পর ঢাকা থেকে একটি বৈঠকের অনুরোধ করা হয়েছিল, তবে তা সূচিতে অন্তর্ভুক্ত হয়নি।