কার্ডিফ, ইউকে: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের মতোই রবিবার (৩০ মার্চ) যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপিত হয়েছে।
প্রবাসী বাংলাদেশিরা কার্ডিফের বিভিন্ন মসজিদ, খোলা মাঠ ও হলরুমে একত্রিত হয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় ঈদের নামাজ আদায় করেন।
ঈদের জামাত ও আনন্দঘন পরিবেশ
কার্ডিফের প্রতিটি মসজিদে মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে ঈদের সকাল। ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর জানান, প্রতিটি জামাত শেষে আগত মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে সকাল ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা কাজি ফয়জুর রহমান, এবং দ্বিতীয় জামাতে নামাজ আদায় করান হাফিজ মিফতাউর রহমান কামিল।
জালালিয়া মসজিদ ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল মোক্তাদির, এবং দ্বিতীয় জামাতে নামাজ পড়ান হাফিজ জালাল উদ্দিন।
শুভেচ্ছা ও বিশেষ দোয়া
উভয় মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিউনিটির নেতৃবৃন্দ সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
পরিশেষে, বিশেষ মোনাজাতে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি ফিলিস্তিনের গাজাসহ বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়।