নিউ ইয়র্ক, ৪ এপ্রিল — চলতি বছরের শেষ নাগাদ আমেরিকা মন্দার মুখে পড়তে পারে—এমন সতর্কবার্তা দিল বিশ্ববিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গ্যান। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি মার্কিন অর্থনীতিকে বড় ধাক্কা দিতে পারে, যার ফলে জিডিপি-র হার সঙ্কুচিত হওয়ার পাশাপাশি বেকারত্বও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফেরোলির মতে, যদি এই মন্দা বাস্তবে পরিণত হয়, তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের অর্থনীতিতেই তার প্রভাব পড়বে। জেপি মর্গ্যানের হিসেবে, বৈশ্বিক মন্দার সম্ভাবনা বর্তমানে প্রায় ৬০ শতাংশ।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করছে। যার ফলে ব্যবসায়িক আস্থা কমে যাচ্ছে এবং আর্থিক প্রবাহে জট তৈরি হচ্ছে। এই অবস্থায় বিশ্ববাজারেও অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।