প্যারিস, ৪ এপ্রিল — ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনা চালানোর বিষয়ে ইউরোপের মুখ্য আলোচক হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জানা গেছে, ম্যাক্রোঁ এমন একটি ‘coalition of the willing’ বা ‘ইচ্ছুক জোট’-এর নেতৃত্বে রয়েছেন, যারা যুদ্ধ বন্ধে মস্কোকে রাজি করাতে চায়। সূত্র মতে, তিনি বলেছেন, “যখন সঠিক সময় আসবে, তখন আমি আলোচনায় নেতৃত্ব দিতে প্রস্তুত।”
২০১৯ সালে ফ্রান্সে আয়োজিত এক সম্মেলনে ম্যাক্রোঁ এবং পুতিনের বৈঠক ঘনিষ্ঠতার ইঙ্গিত দিয়েছিল। এবার সেই কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়েই ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভবত বড় ভূমিকা নিতে যাচ্ছেন তিনি।
এই মুহূর্তে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ইউরোপীয় নেতারা বিশ্বাস করেন, শুধুমাত্র একক বা শক্তিশালী নেতৃত্বের মাধ্যমেই রাশিয়াকে আলোচনায় আনা সম্ভব। ম্যাক্রোঁ সেই নেতৃত্ব দিতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে।
তবে এই আলোচনার সময় এবং কাঠামো কেমন হবে, বা রাশিয়ার সাড়া কেমন থাকবে, তা এখনো স্পষ্ট নয়।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা জগতে ফ্রান্সের অবস্থান, রাশিয়ার সঙ্গে পূর্ববর্তী যোগাযোগ এবং কৌশলী রাজনীতির অভিজ্ঞতা ইমানুয়েল ম্যাক্রোঁকে এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত করে তুলেছে।