বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে নতুন মোড় এসেছে। চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
বুধবার (স্থানীয় সময়) বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন শুল্ক পূর্বে ঘোষিত ৩৪ শতাংশ শুল্কের উপরে প্রযোজ্য হবে এবং বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর ফলে ট্রাম্প প্রশাসনের সময় থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি শুল্কের আওতায় চীনের আরোপিত মোট শুল্কহার দাঁড়াবে ১০৪ শতাংশে—যা যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক হারকেও ছুঁয়ে ফেলবে।
এর আগে যুক্তরাষ্ট্র প্রথমে চীনের পণ্যে ৩৪ শতাংশ “পারস্পরিক” শুল্ক আরোপ করে এবং পরে আরও ৫০ শতাংশ বাড়ায়।
এই সর্বশেষ ঘোষণার ফলে বিশ্ববাজারে অস্থিরতা আরও বেড়েছে। ট্রাম্পের ব্যাপক হারে আরোপ করা শুল্ক কার্যকর হওয়ার পর থেকেই সরকারী বন্ড ও শেয়ারবাজারে ব্যাপক বিক্রি শুরু হয়েছে।