লন্ডনের ব্যস্ত ক্ল্যাপহ্যাম হাই স্ট্রিটে এক ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার কিছু পরেই এ৩ ক্ল্যাপহ্যাম হাই স্ট্রিট ও বেডফোর্ড রোডের সংযোগস্থলে ছুরিকাঘাতের ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস।
ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং তাকে একটি প্রধান ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। এরপর আরও দুইজন পুরুষ হাসপাতালে নিজ থেকে উপস্থিত হন। তাদের আঘাত প্রাণনাশকারী নয় কিংবা স্থায়ীভাবে জীবন বদলে দেওয়ার মতোও নয় বলে জানানো হয়েছে।
তিনজনকেই হত্যাচেষ্টার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলমান।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র জানান, রাত ৯টা ৯ মিনিটে ছুরিকাঘাতের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, প্যারামেডিক এবং লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স থেকে একটি ট্রমা টিম পাঠানো হয়। মাত্র চার মিনিটেই প্রথম প্যারামেডিক ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ সকলের কাছে আহ্বান জানিয়েছে, যদি কেউ এই ঘটনার বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে যেন তারা সামনে এসে সহযোগিতা করেন।