হিথ্রো বিমানবন্দরে দুটি সুটকেসে লুকানো ১০ লাখ পাউন্ডসহ আটক এক ব্যক্তি অর্থপাচারের অভিযোগে দোষী স্বীকার করেছেন। জাতীয় অপরাধ সংস্থার (NCA) তদন্তের পর তিনি এই স্বীকারোক্তি দেন।
৪৮ বছর বয়সী মাজেন আল শার ১৫ মার্চ টার্মিনাল থ্রি থেকে বৈরুতগামী ফ্লাইটে ওঠার আগে বর্ডার ফোর্স কর্মকর্তারা তাকে আটক করেন। মিডলসেক্সের বাসিন্দা আল শার প্রথমে দাবি করেন, তার কাছে মাত্র ৫০০ পাউন্ড আছে এবং তিনি পরিবারের সদস্যদের দেখতে যুক্তরাজ্য ছাড়ছেন। কিন্তু তার লাগেজ তল্লাশি করে কর্মকর্তারা দেখতে পান, তিনটি স্যুটকেসের মধ্যে দুটি ভর্তি নগদ অর্থে।
সুপারমার্কেট কর্মী আল শার আজ আইলসওয়ার্থ ক্রাউন কোর্টে হাজির হয়ে অর্থপাচারের একটির অভিযোগে দোষ স্বীকার করেন। তার সাজা পরে ঘোষিত হবে।
NCA-র অপারেশনস ম্যানেজার পিটার জোনস বলেন, এমন বিপুল নগদ অর্থ হলো সংঘবদ্ধ অপরাধচক্রগুলোর জন্য রক্তসঞ্চালনের মতো। তিনি বলেন, “এই ঘটনায় অপরাধচক্রের আর্থিক কর্মকাণ্ডে বড় ধাক্কা লেগেছে এবং একজন নির্ভরযোগ্য অর্থ পাচারকারীকেও সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।”
হোম অফিসের একজন মুখপাত্র বলেন, এই জব্দকরণ বর্ডার ফোর্সের নিরলস প্রচেষ্টারই প্রমাণ, যারা আমাদের সীমান্ত রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, NCAসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে অপরাধী নেটওয়ার্কগুলোর কার্যক্রম ব্যাহত করা অব্যাহত থাকবে।