বাঙ্গালী জাতির কৃষ্টি সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য ও গৌরবময় অধ্যায় নব প্রজন্মের সামনে তুলে ধরা এবং কমিউনিটির বন্ডিংকে আরও স্ট্রং করার লক্ষ্যে
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে অনুষ্ঠিত হয়ে গেলো বাঙালির প্রাণের উৎসব “বাংলার মেলা”।
গত ১৯ এপ্রিল
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। মেলায় ছিলো দেশি খাবার, কাপড়, আসবাবপত্রসহ বিভিন্ন পণ্যের সমাহার।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং বাংলার মেলার মূল আয়োজক রাকিব খান ও যুবসংগঠক ইমরান উদ্দীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রাম এর শুরুতেই ফিতা কেটে বাংলার মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট,বিশিষ্ট সাংবাদিক ও লেখক সাঈম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড.বাবলিন মল্লিক, সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার আলী আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, BeKite ডিরেক্টর
নাজমুল হোসেন ও সামিউল ইসলাম,যুবসংগঠক সেলিম আহমদ, আবুল কালাম মুমিন, ইউসুফ খান জিমি, মুজিবুর রহমান মুজিব,ইব্রাহীম শোভন, সাব্বির হোসেন, বদরুল হক মনসুর, মাহবুব রহমান ও কামাল আহমদ বক্তব্য রাখেন।
আমন্ত্রিত অতিথিরা এই সুন্দর আয়োজনের জন্য
আয়োজক প্রতিষ্ঠান BeKite ও হোডেক লিমিটেড
এবং ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাতীয় ঐক্য, সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের প্রতীক “বাংলা মেলা” প্রতিবছর আয়োজনের জন্য অনুরোধ জানান।
*****************************************************
কার্ডিফ থেকে আমাদের প্রতিনিধি,
২১ শে এপ্রিল ২০২৫ ইংরেজি