গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র চতুর্থ সাধারণ সভার স্মারক নং এনসিপি/সা.স./২০২৫-২০২৬/০৪ এর তিন নং সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে দলের যুগ্ম-আহ্বায়ক জনাব অ্যাড. জাবেদ রাসিনকে প্রধান করে নিম্নোক্ত ছয় সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও উপস্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটি প্রধান অ্যাড. জাবেদ রাসিন ছাড়া ৬ সদস্যের কমিটিতে আরো রয়েছেন –
অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহিন, খালেদ সাইফুল্লাহ, অ্যাড. জহিরুল ইসলাম মুসা, সাইফুল্লাহ হায়দার, অ্যাড. হুমায়রা নূর।