ব্রিটেনের বিতর্কিত পর্ন অভিনেত্রী লিলি ফিলিপস, যিনি এক দিনে ১০১ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে আলোড়ন তুলেছিলেন, সম্প্রতি নারীদের একটি আচরণ নিয়ে নিজের মত জানিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।
২৩ বছর বয়সী এই OnlyFans তারকা এক সাক্ষাৎকারে জানান, তিনি অর্থ নিয়ে আলোচনা করাকে ‘অশোভন’ ও ‘অনারীসুলভ’ বলে মনে করেন। লিলি বলেন, “আমার মা–বাবা আমাকে শিখিয়েছেন, টাকা-পয়সা নিয়ে কথা বলা ভদ্রতার মধ্যে পড়ে না।”
সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, পর্নোগ্রাফিকে ‘হার্ডকোর’ করে তোলার জন্য তাঁকে দোষী করা অনুচিত। তাঁর মতে, এই বিষয়ে শিক্ষার্থীদের দায়িত্ব অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের।
একাধিক অনৈতিক প্রস্তাব পেয়েছেন বলেও জানিয়েছেন লিলি, যার মধ্যে ছিল একটি প্রাণীর সঙ্গে দৃশ্য ধারণের প্রস্তাব, যা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন।
লিলি আরও বলেন, তার কাজের উদ্দেশ্য আত্ম-আবিষ্কার ও যৌন স্বাধীনতা চর্চা। যদিও তিনি শিশু বয়সেই পর্নে প্রবেশ করেছিলেন, তারপরও তিনি নিজেকে একজন ‘নারীবাদী’ হিসেবে দাবি করেন।
নিজের কাজকে ‘চরম’ স্বীকার করে লিলি মনে করেন, পর্ন সাইটগুলোতে ব্যবহারকারীদের বয়স যাচাই করা উচিত।
যদিও এই পেশা তাঁর প্রথম পছন্দ ছিল না, তবু পরিবার তাঁর পাশে রয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে সংসার ও পরিবার গড়ার ইচ্ছার কথাও জানান লিলি।
এছাড়া শরীরচর্চা নয়, বরং প্লাস্টিক সার্জারির উপর নির্ভর করে নিজেকে ফিট রাখেন বলে উল্লেখ করেন তিনি।