রিফর্ম ইউকে-র প্রথম মেয়র: “হোটেলের বদলে শরণার্থীদের তাঁবুতে রাখা হোক”
গ্রেটার লিঙ্কনশায়ারের প্রথম নির্বাচিত মেয়র ডেম অ্যান্ড্রিয়া জেনকিন্স বলেন, “ফ্রান্সে যদি তাঁবুতে রাখা যায়, তবে ব্রিটেনেও পারে”
লন্ডন, ৬ মে — রিফর্ম ইউকে-র প্রথম নির্বাচিত মেয়র ডেম অ্যান্ড্রিয়া জেনকিন্স শরণার্থী ও অনিয়মিত অভিবাসীদের হোটেলের পরিবর্তে তাঁবুতে রাখার দাবি জানিয়েছেন। গত বৃহস্পতিবারের স্থানীয় নির্বাচনে গ্রেটার লিঙ্কনশায়ারে জয়ী হয়ে তিনি এই মন্তব্য করেন।
গ্রিমসবির কাউন্ট হলে বিজয় ভাষণে তিনি বলেন, “ব্রিটেনে আর ‘সফট-টাচ’ নীতির জায়গা নেই। আমি বলছি, হোটেলে রাখার দরকার নেই। ফ্রান্সে যদি তাঁবুতে রাখা যায়, তবে ব্রিটেনেও সেটা সম্ভব।”
তার এই মন্তব্যে প্রতিদ্বন্দ্বী দলের কয়েকজন প্রার্থী মঞ্চ ত্যাগ করেন।
সাবেক টোরি এমপি জেনকিন্স শেষ সাধারণ নির্বাচনে ওয়েস্টমিনস্টারের আসন হারানোর পর রিফর্ম ইউকে-তে যোগ দেন। তিনি জানান, রিফর্ম পার্টি এখন ব্রিটেনকে “পুনর্গঠনের” জন্য প্রস্তুত। তিনি বলেন, “আমি এবং আমার দল এখন জনগণকে প্রথমে রাখার ব্রিটেন গড়ে তুলতে চাই।”
তিনি আরো বলেন, “আমি চাই লিঙ্কনশায়ার হোক এমন একটি জায়গা, যেখানে সন্তানদের বড় করা যায়, অবসর কাটানো যায়, এবং ভালোভাবে বসবাস করা যায়।”
জেনকিন্স রেকর্ড পরিমাণ ১,০৪,১৩৩ ভোট পেয়ে বিজয়ী হন, যা জেলার প্রায় প্রতিটি এলাকা থেকে আসে। কনজারভেটিভ দলের রব ওয়ালথাম ৬৪,৫৮৫ ভোট পেয়ে দ্বিতীয় হন।
বিজয়ের পর BANGLARDHONI-কে দেয়া এক মন্তব্যে জেনকিন্স বলেন, “গড-অফুল লেবার পার্টিই আমাকে আবার রাজনীতিতে ফিরে আসতে অনুপ্রাণিত করেছে।” তিনি কনজারভেটিভ পার্টিকে “ক্লান্ত” দল বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে তার বিরুদ্ধে কুৎসা রটানোর প্রচারণা চালানো হয়েছে।
ডেম জেনকিন্স আগামী চার বছর লিঙ্কনশায়ারের প্রায় ১১ লাখ মানুষকে প্রতিনিধিত্ব করবেন।