ব্রাসেলস, ৬ মে — ইউরোপীয় জলসীমায় শুরু হয়েছে নাটোর ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক মহড়া, যেখানে অংশ নিচ্ছে ১৬টি যুদ্ধজাহাজ এবং বহু ক্ষেপণাস্ত্র। এই মহড়া সামরিক সহযোগিতা এবং যৌথ প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই মহড়ায় সমুদ্রপথে আক্রমণ প্রতিরোধ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, এবং ন্যাটো সদস্য দেশগুলোর সমন্বিত কৌশলগত সক্ষমতা যাচাই করা হচ্ছে।
ন্যাটো জানিয়েছে, মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সম্ভাব্য হুমকি মোকাবিলায় জোটের প্রতিক্রিয়ার গতি ও সক্ষমতা বৃদ্ধি করা। এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ একাধিক সদস্য রাষ্ট্র।
একজন ন্যাটো কর্মকর্তা বলেন, “এই মহড়া আমাদের ঐক্য, প্রস্তুতি এবং প্রতিরক্ষা সক্ষমতার একটি জীবন্ত প্রমাণ।”
মহড়াটি ইউরোপীয় সাগরে আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এবং এতে সমন্বিত নৌ, আকাশ ও সাইবার ইউনিট অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।