ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে পাকিস্তান দাবি করেছে, তারা দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই তথ্য পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রকাশ করেছে।
পাকিস্তান টেলিভিশন (পিটিভি) একটি প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, “ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাকিস্তান বিমানবাহিনী সফলভাবে শত্রুপক্ষের দুটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। পাকিস্তানের সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। আমাদের সশস্ত্র বাহিনী আগ্রাসনের মোকাবিলায় তৎপর রয়েছে।”
এদিকে, পাকিস্তানের এই দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার দুই সপ্তাহ পর ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে (পিওকে) পাল্টা হামলা চালায়। নয়াদিল্লি জানিয়েছে, এই হামলা পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় নয় বরং সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী মঙ্গলবার গভীর রাতে চালানো এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর’।
ভারতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “আমাদের পদক্ষেপ ছিল অত্যন্ত নির্ভুল, নিয়ন্ত্রিত এবং কোনোভাবেই উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে নয়। পাকিস্তানের সামরিক কোনো স্থাপনায় আঘাত হানা হয়নি। লক্ষ্য নির্ধারণ ও হামলার কৌশল বেছে নেওয়ার ক্ষেত্রে ভারত সর্বোচ্চ সংযম দেখিয়েছে।”