ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এফসির অসাধারণ সাফল্য উদযাপন উপলক্ষে ওয়েলসের রাজধানী কার্ডিফে ওয়েলস বাংলাদেশী লিভারপুল ফ্যান ক্লাবের পক্ষ থেকে এক জমকালো আনন্দ উৎসব ও ডিনার পার্টির আয়োজন করা হয়।
গতকাল, কার্ডিফ শহরের স্থানীয় একটি অভিজাত ভেন্যুতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা। কেক কেটে ও লাল জার্সি পরে লিভারপুলের সমর্থকেরা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ‘স্টার অব ওয়েলস’-এর প্রোপাইটার দিলওয়ার মিয়া, ওয়েলস চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট দিলাবর হোসাইন, ক্রীড়া সংগঠক মুহিবুর ইসলাম মায়া, শাহীন মিয়া ও সুজন মিয়া।
অনুষ্ঠানে অংশ নিতে কার্ডিফ ছাড়াও নিউপোর্ট, সোয়ানসি, চেলটেনহ্যাম, গ্লোস্টার, সুইন্ডন ও ব্রিস্টল থেকে আগত লিভারপুল সমর্থকরা উপস্থিত হন। সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান, এই মিলনমেলায় এক আবেগঘন, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উপস্থিত অতিথিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোরম পরিবেশে সুস্বাদু খাবার পরিবেশনের জন্য। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজনে প্রবাসী কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।