শিরোনামঃ
ব্রিটেনে বেনিফিট জালিয়াতি ঠেকাতে সব ব্যাংক অ্যাকাউন্ট নজরদারিতে নতুন ক্ষমতা পাচ্ছে DWP ইউরো ২০২৫-এ ইতিহাস গড়ল ইংল্যান্ড: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন লায়নেসরা প্রতিনিধিদল যাচ্ছে যুক্তরাষ্ট্র, ২৫টি বোয়িং কেনাসহ বাণিজ্য আলোচনায় ইতিবাচক বার্তা দেওয়ার প্রস্তুতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী বাড়ছে খাদ্যের দাম ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি পর্তুগালের নাগরিকত্ব পেতে লাগবে ১০ বছর, অভিবাসন নীতিতে বড় পরিবর্তন জার্মানি ও ইতালির $২৪৫ বিলিয়ন মূল্যের স্বর্ণ যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে বিশ্বমুদ্রা ব্যবস্থায় ডলারের আধিপত্য চ্যালেঞ্জের মুখে: চীনা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রাশিয়া যুক্তরাজ্যের সবচেয়ে নিকটবর্তী পারমাণবিক ঘাঁটিগুলো ‘উন্নততর’ করছে গ্যাটউইক ফ্লাইটে ভয়াবহ দুর্ঘটনা, কোনো যাত্রী জীবিত নেই

“বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার নিয়োগ বন্ধ এবং কম দক্ষ ভিসায় কড়াকড়ির অঙ্গীকার”

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল: রবিবার, ১১ মে, ২০২৫

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ঘোষণা দিয়েছেন, কম দক্ষ কর্মীদের জন্য আগামী বছর ৫০,০০০ পর্যন্ত ভিসা কমানো হবে। তিনি বলেন, এখন সময় হয়েছে বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার নিয়োগ বন্ধ করার। আসন্ন অভিবাসন হোয়াইট পেপার প্রকাশের আগে, BBC-র Sunday with Laura Kuenssberg অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

মূল পয়েন্টসমূহ:

  • কম দক্ষ কর্মীদের জন্য ভিসা সংখ্যা বছরে সর্বোচ্চ ৫০,০০০ পর্যন্ত কমানো হবে।
  • বিদেশি কেয়ার ওয়ার্কার নিয়োগ বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
  • স্নাতক ভিসার মানদণ্ড আরও কঠোর করা হবে।
  • নেট মাইগ্রেশন কমানোর জন্য একটি ‘গুরুত্বপূর্ণ পরিকল্পনা’ উপস্থাপন করবেন কুপার, তবে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেননি।

কেয়ার ওয়ার্কারদের নিয়োগ নিয়ে কুপার বলেন:

“তারা এমন চাকরিতে এসেছেন যেগুলো হয়তো বাস্তবে ছিল না বা মানসম্পন্ন ছিল না।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে স্বাস্থ্য ও সামাজিক সেবাখাতে প্রায় ২৭,০০০ ভিসা ইস্যু করা হয়েছে।

ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেন:

লেবারের ৫০,০০০ ভিসা কমানোর প্রস্তাব ‘অপর্যাপ্ত’। তিনি আরও কড়া পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং বলছেন, কনজারভেটিভ দল আরও বেশি পরিমাণে ভিসা কমাবে — যদিও নির্দিষ্ট সংখ্যা দেননি।

স্নাতক ভিসা সংক্রান্ত পরিকল্পনা:

কুপার জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ভিসার শর্তাবলী কঠোর করা হবে।

“অনেক বিশ্ববিদ্যালয় যথাযথ মান বজায় রাখেনি। অনেক শিক্ষার্থী কোর্স শেষ না করেই থেকে গেছেন বা ভিসা ব্যবস্থার অপব্যবহার করেছেন,” বলেন তিনি।

বর্তমানে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক শেষে দুই বছরের পোস্ট-স্টাডি ভিসার আবেদন করতে পারেন।

বিশ্ববিদ্যালয়গুলোর উদ্বেগ:

‘Universities UK’ জানিয়েছে, অভিবাসন হ্রাসের পদক্ষেপগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি করেছে, কারণ বিশ্ববিদ্যালয়গুলো অধিক ফি থেকে নির্ভরশীল হয়ে উঠেছে।

আরো কী বললেন কুপার?

  • কেয়ার খাতে কর্মী ঘাটতি মেটাতে যুক্তরাজ্যে অবস্থানরত বিদেশি কর্মীদের ভিসা বাড়ানো হবে।
  • শ্রম বাজারে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমিয়ে ব্রিটিশ নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে কাজে নিয়োজিত করা হবে।
  • অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও ন্যায্যতা ফিরিয়ে আনার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

মূল ঘোষণা ও মন্তব্যসমূহঃ

  • কুপার বলেন, “বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার নিয়োগ বন্ধের সময় হয়েছে।” তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে এসব চাকরি বাস্তবে ছিল না বা মানসম্পন্ন ছিল না।
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ২৭,০০০ কেয়ার ও হেলথ ওয়ার্কার ভিসা ইস্যু করা হয়েছে।
  • গ্র্যাজুয়েট ভিসার মানদণ্ড কঠোর করা হবে। কুপার বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমন শিক্ষার্থী নিয়েছে যারা কোর্স শেষ না করেই থেকে গেছে বা সিস্টেমের অপব্যবহার করেছে।”
  • ২০২৩ সালে ১,১৪,৪০৯টি গ্র্যাজুয়েট ভিসা মূল আবেদনকারীকে এবং ২৯,৪৭৫টি তাদের নির্ভরশীলদের দেওয়া হয়েছে।
  • ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ এই পরিকল্পনাকে “অপর্যাপ্ত” বলে উল্লেখ করে বলেন, কনজারভেটিভ পার্টি আরও কড়া ব্যবস্থা নেবে এবং বার্ষিক অভিবাসন সীমা নির্ধারণ করবে।
  • কুপার বলেন, অভিবাসনের একটি “বিশেষ পরিমাণ হ্রাস” নিয়ে পরিকল্পনা থাকলেও, সরকার কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে না।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিবর্তন:

কুপার জানান, গ্র্যাজুয়েট ভিসা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হবে। বর্তমানে বিদেশি শিক্ষার্থীরা কোর্স শেষ করার পর দুই বছর যুক্তরাজ্যে থাকার অনুমতি পান। তবে নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থী বাছাইয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, “কিছু বিশ্ববিদ্যালয় এমন শিক্ষার্থী নিয়েছে যারা কোর্স শেষ করেনি বা থেকে গেছে, অথবা সিস্টেমের সঙ্গে অসঙ্গতি তৈরি করেছে। আমরা সেই মানদণ্ড বাড়াতে যাচ্ছি।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয় আরও সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: শুক্র, ৫ সেপ্টে.

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ১১:৩১)
  • ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
  • ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আপনার প্রয়োজনীয় আসবাবপত্র কিনুন হোডেক থেকে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১