স্টারমার সরকারের নতুন অভিবাসন নীতি: ‘ওপেন বর্ডার’ নীতির সমাপ্তি ঘোষণা|
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন যে তিনি যুক্তরাজ্যের “উন্মুক্ত সীমান্তের ব্যর্থ পরীক্ষার” অবসান ঘটাতে যাচ্ছেন। সোমবার এক বিবৃতিতে তিনি অভিবাসন নিয়ন্ত্রণে একটি ব্যাপক সংস্কার পরিকল্পনার কথা জানান, যার লক্ষ্য নেট মাইগ্রেশন উল্লেখযোগ্যভাবে হ্রাস করা।
নেট মাইগ্রেশন সংখ্যা:
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানান, তিনি নেট মাইগ্রেশন কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন না। তবে সরকারের নীতিপত্র অনুযায়ী, বছরে প্রায় ১ লক্ষ অভিবাসন কমানোর সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত পদক্ষেপ নিলে সংখ্যাটি আরও কমতে পারে।
নাগরিকত্ব পাওয়ার সময়সীমা বৃদ্ধি:
বর্তমানে ব্রিটেনে বসবাসরত বিদেশিদের ৫ বছর পর ‘ইনডেফিনিট লিভ টু রিমেইন’ বা স্থায়ী বসবাসের আবেদন করার সুযোগ থাকলেও, এখন থেকে সেটি ১০ বছরে উন্নীত করা হবে। তবে যারা অর্থনীতি বা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, তারা আগেভাগেই আবেদন করতে পারবেন।
এই নিয়ম নতুন অভিবাসীদের ওপর প্রযোজ্য হবে কিনা, নাকি বর্তমান অভিবাসীদের ওপরও প্রভাব ফেলবে — তা নির্ধারণে সরকার পরামর্শ করবে।
কেয়ার সেক্টরে বিদেশি নিয়োগ বন্ধ:
বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার নিয়োগ বন্ধ করা হবে, যদিও এই খাতে দীর্ঘমেয়াদি কর্মী সংকট বিরাজ করছে। তবে ২০২৮ সাল পর্যন্ত একটি “ট্রানজিশন পিরিয়ড” থাকবে, যার মধ্যে বর্তমান ভিসাগুলো নবায়ন করা যাবে এবং বিদেশিরা কেয়ার সেক্টরে কাজ পরিবর্তনের সুযোগ পাবেন।
বিদেশি কর্মী নিয়োগে খরচ বাড়বে:
বিদেশি কর্মী নিয়োগে নিয়োগদাতাদের ‘ইমিগ্রেশন স্কিলস চার্জ’ ৩২% বাড়ানো হবে। বর্তমানে বড় প্রতিষ্ঠানের জন্য এটি বছরে ১,০০০ পাউন্ড ও ছোট প্রতিষ্ঠানের জন্য ৩৬৪ পাউন্ড।
বিদেশি শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধতা:
স্নাতক ডিগ্রি শেষ করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা ১৮ মাস পর্যন্ত কাজ করতে পারবেন, যা আগে ছিল ২ বছর। এছাড়া, আন্তর্জাতিক ছাত্রদের টিউশন ফি থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়েও একটি ৬% কর আরোপের প্রস্তাব বিবেচনাধীন।
ইংরেজি ভাষা দক্ষতার কড়াকড়ি:
যারা ভিসার জন্য আবেদন করবেন, বিশেষত কর্মী ও শিক্ষার্থীদের নির্ভরশীল প্রাপ্তবয়স্কদের ইংরেজিতে মৌলিক দক্ষতা প্রমাণ করতে হবে।
অ্যাসাইলাম (শরণার্থী) আবেদনকারীদের জন্য নতুন আইন:
সরকার বলছে, তারা নতুন আইন প্রণয়নের মাধ্যমে কিছু অ্যাসাইলাম আবেদনকারীকে দ্রুত ফেরত পাঠানোর সুযোগ তৈরি করতে চায়।
Article 8 (ইউরোপীয় মানবাধিকার সনদের পারিবারিক অধিকার ধারা)-এর অপব্যবহার কমাতে আইনি সংস্কার আনা হবে।