প্যারিস, ১৩ মে: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানের চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival) ২০২৫ সালের আসরের আগে নতুন করে ড্রেস কোডের নিয়মে বড় পরিবর্তন এনেছে। এবার থেকে উৎসবের লাল গালিচায় নগ্নতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অতিরিক্ত ভলিউমযুক্ত বা বিশাল আকৃতির পোশাকের ওপরও।
নতুন নিয়মে বলা হয়েছে, “শালীনতার স্বার্থে, লাল গালিচাসহ উৎসবের কোনো অংশে নগ্নতা অনুমোদিত নয়।” আরও বলা হয়েছে, “বিশাল ট্রেনসহ ভলিউমযুক্ত পোশাক যেগুলো অতিথিদের চলাফেরা ও বসার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে, সেগুলোকেও নিষিদ্ধ করা হয়েছে।”
উৎসব সংশ্লিষ্ট এক প্রতিনিধি জানান, এসব নিয়ম দীর্ঘদিন ধরেই কার্যকর থাকলেও এবার তা আনুষ্ঠানিকভাবে নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়মগুলো মূলত ফ্রান্সের আইন ও উৎসবের নিজস্ব বিধিনিষেধ মেনেই প্রণয়ন করা হয়েছে।
উল্লেখ্য, কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে স্ক্রিনিংগুলোতে দীর্ঘদিন ধরেই কড়া ড্রেস কোড চালু রয়েছে। কালো টাই ও সন্ধ্যাকালীন পোশাক বাধ্যতামূলক। তবে, নেভি-ব্লু স্যুট ও নান্দনিক স্যান্ডেল পরার অনুমতি রয়েছে। ব্যাগের ক্ষেত্রে টোট ব্যাগ, ব্যাকপ্যাক বা বড় ব্যাগ নিষিদ্ধ।
সম্প্রতি, বিশ্ববিখ্যাত তারকাদের মাঝে স্বচ্ছ ও নগ্নতাসম্পন্ন পোশাকের প্রবণতা বাড়ছে। চলতি বছর গ্র্যামি অ্যাওয়ার্ডসে কানি ওয়েস্টের স্ত্রী বিয়ানকা সেন্সরি সম্পূর্ণ স্বচ্ছ পোশাক পরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এই ধরণের পোশাকের বিরুদ্ধে। এক্স-এ (সাবেক টুইটার) একজন ব্যবহারকারী লেখেন, “আমি দুঃখিত, কিন্তু এই ধরণের স্বচ্ছ পোশাক, যেখানে প্রায় সব কিছু দেখা যায়, তা অশালীন ও সস্তা লাগে।” অন্য একজন মন্তব্য করেন, “ফর্মাল অনুষ্ঠানে এমন প্রদর্শন অত্যন্ত অশোভন।”
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, যারা এই নতুন নিয়ম মানবে না, তাদের লাল গালিচায় প্রবেশ করতে দেওয়া হবে না।