জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়াকে আজ হঠাৎ করে বিমানবন্দরে আটক করা হয়েছে। সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিদেশগমন উদ্দেশ্যে। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে কিছুক্ষণ আটকে রেখে ভাটারা থানা স্থানান্তর করেন।
ডিবির নজরুল ইসলাম তার গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করেছেন। ভাটারা থানায় বৈষম্যবিরোধি আন্দোলনের হত্যা মামলা থাকায় আটক হয়েছেন বলে জানা যায়। আটক না গ্রেপ্তার সেটা নিশ্চিত করা হবে মামলা পর্যালোচনা করে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। সাবেক প্রতিমন্ত্রী পলক সাথে তার গনিস্ট সম্পর্ক থাকার খবরও জানা যায়।
এ বিষয়ে নুসরাত ফারিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে এই খবর ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে।