ইউরোপের একটি দেশ সাইপ্রাস সিরিয়ান আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরার জন্য অর্থ সহায়তা দিচ্ছে। দেশটির মাইগ্রেশন বিষয়ক উপমন্ত্রী নিকোলাস ইয়োয়ানিদেস এ সপ্তাহে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেন, যার আওতায় স্বেচ্ছায় স্বদেশে ফিরে গেলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে €২,০০০ (প্রায় £১,৬৮৫ বা ২ লাখ টাকার কাছাকাছি) এবং প্রতি শিশুর জন্য €১,০০০ (প্রায় £৮৪২) করে এককালীন অর্থ প্রদান করা হবে।
সিরিয়ান নাগরিকরা বর্তমানে সাইপ্রাসে সবচেয়ে বড় আশ্রয়প্রার্থী গোষ্ঠী। এই কর্মসূচিতে অংশ নিতে হলে আবেদনকারীদের অবশ্যই তাদের আশ্রয় আবেদন বা আন্তর্জাতিক সুরক্ষা মর্যাদা প্রত্যাহার করতে হবে — বিশেষ করে যারা ডিসেম্বর ২০২৪ সালের আগেই সেই মর্যাদা পেয়েছেন।
এই পরিকল্পনা অনুযায়ী, যারা স্বেচ্ছায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, তাদের পরিবারের প্রধান উপার্জনকারী (পিতা বা মাতা যেই হোন) সাইপ্রাসে দুই থেকে তিন বছর থাকার অনুমতি পাবেন। এর পাশাপাশি তিনি দেশটিতে বৈধভাবে কাজ করতে পারবেন এবং সিরিয়ার সঙ্গে যাতায়াতের সুযোগ পাবেন।
সন্তানবিহীন সিরিয়ান দম্পতিরাও এই অর্থ সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
উপমন্ত্রী ইয়োয়ানিদেস জানান, ইতোমধ্যে অনেক সিরিয়ান এই কর্মসূচিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “তারা নিজের দেশ পুনর্গঠনে সাহায্য করতে চায়, তবে সিরিয়ায় চাকরির অনিশ্চয়তা নিয়ে তাদের মাঝে উদ্বেগ আছে। এই অর্থ সহায়তা মূলত তাদের সেই অর্থনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে ওঠার জন্য।”
সাইপ্রাসের অ্যাসাইলাম সার্ভিসের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে মোট ৪,২২৬ জন সিরিয়ান আশ্রয়ের জন্য আবেদন করেছেন, যা দেশের মধ্যে সর্বাধিক।