আন্দালুসিয়া, স্পেন | জুন ২০২৫:
দক্ষিণ স্পেনের জনপ্রিয় পর্যটন অঞ্চল আন্দালুসিয়ায় ছয়টি সক্রিয় সংক্রামক রোগের প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর মধ্যে বিশ্বখ্যাত কোস্টা দেল সোলসহ মালাগা প্রদেশের একাধিক পর্যটন এলাকায় হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে।
গ্রীষ্ম মৌসুম শুরু হতেই পর্যটকদের ভিড় বাড়তে থাকলেও মে মাসের শেষ পর্যন্ত আন্দালুসিয়া অঞ্চলে হামের ৮৩টি নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। শুধু গত সপ্তাহেই পাঁচটি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে।
মালাগা প্রদেশে ভয়াবহ অবস্থা
মালাগা প্রদেশে এক পরিবারের পাঁচ সদস্যের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে, যার মধ্যে একটি ছিল হাসপাতালে সংক্রমিত। ভেলেজ-মালাগায় একটি হাসপাতাল—লা অ্যাক্সারকিয়া—তে মরক্কো থেকে আসা একটি প্রাদুর্ভাবে দুইজন নিশ্চিত ও দুইজন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন, যাঁরা সবাই স্বাস্থ্যকর্মী।
অন্যদিকে, পর্যটননির্ভর শহর মিখাসেও একটি নার্সারি এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাদুর্ভাব দেখা গেছে। নার্সারিতে মোট ৯ জন বিদেশি শিশুর শরীরে হাম ধরা পড়েছে, যাঁরা কেউই টিকা গ্রহণ করেননি। পরে ঐ এলাকার মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ বছরের নিচে দুই শিক্ষার্থীর শরীরে হামের উপস্থিতি পাওয়া গেছে, তাঁরাও টিকা নেননি।
টিকাকরণ হার ভালো হলেও ঝুঁকি রয়ে গেছে
মালাগা প্রদেশে ৯৭% শিশু এমএমআর (হাম, রুবেলা ও মামস) টিকা গ্রহণ করেছে। তারপরও যারা টিকা নেয়নি কিংবা যাদের টিকাদানের ইতিহাস অজানা—তাঁদের মাধ্যমেই এই রোগ ছড়িয়ে পড়ছে। আক্রান্তদের মধ্যে মাত্র ২% এর টিকাদান ইতিহাস নিশ্চিতভাবে পাওয়া গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ
আন্দালুসিয়ার আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সতর্কতা ও নজরদারি ব্যবস্থা সক্রিয় করেছে। শুরু হয়েছে কনট্যাক্ট ট্রেসিং (সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসাদের শনাক্তকরণ) এবং টিকা প্রদান কর্মসূচি। সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দ্রুত টিকা দেওয়ার কার্যক্রম চালু রয়েছে।
পর্যটকদের জন্য সতর্কবার্তা
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। যেহেতু কোস্টা দেল সোল এবং আশপাশের এলাকা বাংলাদেশিসহ অনেক পর্যটকের জন্য আকর্ষণীয় গন্তব্য, তাই স্পেনে ভ্রমণের পরিকল্পনা থাকা যাত্রীদের সতর্কতা অবলম্বনের এবং টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।