শিরোনামঃ
১২ লাখ টাকায় খুন সালমান শাহ, আসামির জবানবন্দি বিমানবন্দরের পর এবার মেট্রোরেল–সামরিক স্থাপনা লক্ষ্য: নিরাপত্তা সূত্রে গোপন তথ্য ব্রিটেনে অভিবাসীদের জন্য কঠোর হচ্ছে, স্থায়ী বসবাসে সময় দ্বিগুণ ‘গোল্ডেন টিকিট আর নয়’ – স্বয়ংক্রিয় বসবাস ও পারিবারিক পুনর্মিলন সুবিধা বাতিল কাজের প্রস্তাব নিলে না নিলে সরকারি ভাতা বন্ধ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন আশ্রয়প্রার্থীদের ভাতা বন্ধের দাবিতে বিশাল আবেদন ILR উঠিয়ে দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যের সমস্যার মূল কারণ অভিবাসন নয় ব্রিটেনে বেনিফিট জালিয়াতি ঠেকাতে সব ব্যাংক অ্যাকাউন্ট নজরদারিতে নতুন ক্ষমতা পাচ্ছে DWP

নতুন আইন: ২০২৬ সাল থেকে ব্রিটেনে ব্যাংক হিসাব তদারকির ক্ষমতা পাচ্ছে DWP

ব্রিটেনে বেনিফিট জালিয়াতি ঠেকাতে সব ব্যাংক অ্যাকাউন্ট নজরদারিতে নতুন ক্ষমতা পাচ্ছে DWP

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

লন্ডন, ২৯ জুলাই ২০২৫:

লন্ডন, জুলাই ২০২৫: যুক্তরাজ্যের সরকার নতুন এক আইনের আওতায় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (DWP)-কে আরও শক্তিশালী ক্ষমতা দিচ্ছে, যার মাধ্যমে তারা উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত সীমিত তথ্য সংগ্রহ করতে পারবে। লেবার সরকারের নতুন Fraud, Error and Debt Bill (প্রতারণা, ত্রুটি ও ঋণ বিল) ২০২৬ সাল থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে।

এই বিলের মূল উদ্দেশ্য হলো উপকারভোগীদের আর্থিক তথ্য যাচাই করে অনিয়ম ও প্রতারণা রোধ করা, এবং আগামী পাঁচ বছরে প্রায় ১.৫ বিলিয়ন পাউন্ড ট্যাক্সদাতার অর্থ রক্ষা করা।

কী ধরনের তথ্য জানতে পারবে DWP?

নতুন Eligibility Verification Measure এর আওতায় DWP ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে যেসব তথ্য চাইতে পারবে, তা হলো:

  • অ্যাকাউন্টধারীর নাম ও জন্মতারিখ
  • অ্যাকাউন্ট নম্বর ও সোর্ড কোড
  • কোনো উপকারভোগী নির্দিষ্ট আর্থিক সীমা অতিক্রম করেছে কিনা, তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য (যেমন – Universal Credit-এর ক্ষেত্রে £১৬,০০০ সঞ্চয় সীমা)

তবে DWP ব্যক্তিগত খরচের তথ্য বা ট্রান্সাকশন ডেটা দেখতে পারবে না। এক্ষেত্রে ব্যাংক যদি অতিরিক্ত তথ্য সরবরাহ করে, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

কে কে এই আইনের আওতায় পড়বে?

এই আইন Means-tested benefits গ্রহণকারীদের জন্য প্রযোজ্য, যেমন:

  • ইউনিভার্সাল ক্রেডিট
  • পেনশন ক্রেডিট
  • এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাওয়েন্স

যারা এই উপকার ভোগ করছেন, কিন্তু তাদের সঞ্চয় সীমা অতিক্রম করছে বা বিদেশে অবস্থান করছেন – তাদের চিহ্নিত করতে DWP ব্যাংক ও এয়ারলাইনের কাছ থেকেও তথ্য নিতে পারবে।

কীভাবে কার্যকর হবে?

DWP মন্ত্রী বারোনেস মেভ শার্লক হাউস অফ লর্ডসে জানান, এই আইন ধাপে ধাপে কার্যকর করা হবে এবং প্রাথমিকভাবে সীমিত সংখ্যক ব্যাংকের সঙ্গে কাজ শুরু হবে। প্রতিবছর DWP প্রায় ৫,০০০ থেকে ২০,০০০ পর্যন্ত ডাইরেক্ট ডিডাকশন অর্ডার (Deductions Order) জারি করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জরুরি ব্যবস্থা

আইনের আওতায় কেউ যদি প্রতারণামূলকভাবে ভাতা নেন এবং তা ফেরত দিতে অস্বীকৃতি জানান, তাহলে দুই বছর পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স স্থগিত করার বিধান রাখা হয়েছে।

DWP এক বিবৃতিতে বলেছে:

“এই উদ্যোগ আমাদের শুধুমাত্র প্রতারণা বন্ধে সহায়তা করবে না, বরং ভুলবশত পাওয়া অর্থ আগেভাগে শনাক্ত করে মানুষের উপর ঋণের চাপ কমাবে।”

এটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার প্রদান করে না বলেও DWP স্পষ্ট করেছে।

অতিরিক্ত শাস্তির ব্যবস্থাও আসছে

যদি কেউ ইচ্ছাকৃতভাবে জালিয়াতির মাধ্যমে বেনিফিট গ্রহণ করে এবং ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে তার বিরুদ্ধে গাড়ি চালানোর ওপর দুই বছরের নিষেধাজ্ঞার মতো শাস্তির ব্যবস্থাও থাকছে।

DWP-এর একজন মুখপাত্র জানিয়েছেন, “এই নতুন আইন আমাদের সাহায্য করবে যারা প্রকৃতপক্ষে যোগ্য নন, তাদের তাড়াতাড়ি শনাক্ত করতে এবং সঠিক ব্যক্তিকে সঠিক সহায়তা দিতে। তবে স্পষ্ট করে বলা হচ্ছে—এই পদক্ষেপের মাধ্যমে কারো ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রবেশের কোনো সুযোগ নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয় আরও সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: সোম, ৩ নভে.

আজকের দিন-তারিখ

  • সোমবার (সকাল ১০:০৪)
  • ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
  • ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আপনার প্রয়োজনীয় আসবাবপত্র কিনুন হোডেক থেকে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১