শিরোনামঃ
‘গোল্ডেন টিকিট আর নয়’ – স্বয়ংক্রিয় বসবাস ও পারিবারিক পুনর্মিলন সুবিধা বাতিল কাজের প্রস্তাব নিলে না নিলে সরকারি ভাতা বন্ধ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন আশ্রয়প্রার্থীদের ভাতা বন্ধের দাবিতে বিশাল আবেদন ILR উঠিয়ে দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যের সমস্যার মূল কারণ অভিবাসন নয় ব্রিটেনে বেনিফিট জালিয়াতি ঠেকাতে সব ব্যাংক অ্যাকাউন্ট নজরদারিতে নতুন ক্ষমতা পাচ্ছে DWP ইউরো ২০২৫-এ ইতিহাস গড়ল ইংল্যান্ড: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন লায়নেসরা প্রতিনিধিদল যাচ্ছে যুক্তরাষ্ট্র, ২৫টি বোয়িং কেনাসহ বাণিজ্য আলোচনায় ইতিবাচক বার্তা দেওয়ার প্রস্তুতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী বাড়ছে খাদ্যের দাম

ফারাজের অঙ্গীকার: স্থায়ী বসবাসের অনুমতি বাতিল, হাজারো অভিবাসী বহিষ্কারের ঝুঁকিতে

ILR উঠিয়ে দেওয়ার পরিকল্পনা

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Screenshot

রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ ঘোষণা করেছেন, তাঁর দল ক্ষমতায় এলে ব্রিটেনে বিদ্যমান স্থায়ী বসবাসের অনুমতি (Indefinite Leave to Remain – ILR) ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করা হবে। এর ফলে বৈধভাবে বহু বছর ধরে দেশে বসবাসরত ও কাজ করা হাজারো মানুষ বহিষ্কারের ঝুঁকিতে পড়তে পারেন।

ফারাজ দাবি করেছেন, এই পদক্ষেপের মাধ্যমে তিনি মোকাবিলা করবেন তথাকথিত “বোরিসওয়েভ”—যা বোঝাচ্ছে বরিস জনসনের সময়কার অভিবাসন নীতির কারণে বৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়াকে। ইউক্রেন, হংকং ও আফগানিস্তান থেকে শরণার্থীদের জন্য চালু হওয়া বিশেষ কর্মসূচি এই বৃদ্ধির মূল কারণ বলে তিনি উল্লেখ করেন।

রিফর্ম ইউকের পরিকল্পনা অনুযায়ী—

  • স্থায়ী বসবাসের অনুমতি সম্পূর্ণ বাতিল করা হবে।
  • বিদেশিদের প্রতি পাঁচ বছর পরপর নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।
  • ভিসার জন্য বেতনসীমা বাড়িয়ে প্রায় ৬০ হাজার পাউন্ড করা হবে (বর্তমান Skilled Worker ভিসার সীমা £41,700)।
  • ভিসাধারীরা এনএইচএস (NHS) সেবা ও সরকারি ভাতা পাবেন না।
  • পরিবারের সদস্য ও জীবনসঙ্গী আনার ক্ষেত্রে কড়া সীমাবদ্ধতা আরোপ করা হবে।
  • নাগরিকত্বের জন্য অপেক্ষা করতে হবে অন্তত সাত বছর, উচ্চ মানের ইংরেজি দক্ষতা প্রমাণ করতে হবে এবং অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।

রিফর্মের দাবি, এসব পরিবর্তন আনলে দেশ প্রায় ২৩৪ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে। তবে এই পরিসংখ্যানের উৎস—সেন্টার ফর পলিসি স্টাডিজ—ইতিমধ্যে রিপোর্ট প্রত্যাহার করেছে, এবং জানিয়েছে এ হিসাব ব্যবহারযোগ্য নয়।

রাজনৈতিক প্রতিক্রিয়া

লেবার পার্টি ফারাজের প্রস্তাবকে “অবিশ্বাস্য” এবং “অর্ধসিদ্ধ” বলে আখ্যা দিয়েছে। দলের এক মুখপাত্র বলেন, “ফারাজের প্রস্তাব বাস্তবসম্মত নয়, বরং অভিবাসীদের ভয় দেখানোর চেষ্টা।”

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, “হাজারো লন্ডনবাসী স্থায়ী বসবাসের অনুমতির মাধ্যমে এখানে আইনত বসবাস করছে। তারা আমাদের বন্ধু, সহকর্মী ও প্রতিবেশী—যারা আমাদের শহরে বিরাট অবদান রাখছে। বৈধভাবে বসবাসরত মানুষকে বহিষ্কারের হুমকি দেওয়া অগ্রহণযোগ্য।”

বর্তমানে ব্রিটেনে যারা বৈধভাবে পাঁচ বছর বসবাস ও কাজ করেন, তারা ILR এর জন্য আবেদন করতে পারেন। এক বছর ILR বজায় রাখার পর তারা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য হন। প্রতিটি ধাপে উচ্চ ফি গুনতে হয়।

অন্যদিকে লেবার পার্টি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, তারা ILR আরও কঠোর করতে চায়—যেখানে আবেদনকারীদের কমপক্ষে ১০ বছর ব্রিটেনে বসবাস করতে হবে।

ফারাজ সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন নীতি ঘোষণা করবেন। ডেইলি মেইলে লেখা এক নিবন্ধে তিনি বলেন, “টোরি ও লেবার ব্রিটেনকে বিশ্বের জন্য ফুড ব্যাংক বানিয়ে ফেলেছে। এ অবস্থার অবসান ঘটাতেই রিফর্ম এগোবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয় আরও সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: শুক্র, ৩ অক্টো.

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (ভোর ৫:৫৭)
  • ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আপনার প্রয়োজনীয় আসবাবপত্র কিনুন হোডেক থেকে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০