শিরোনামঃ
‘গোল্ডেন টিকিট আর নয়’ – স্বয়ংক্রিয় বসবাস ও পারিবারিক পুনর্মিলন সুবিধা বাতিল কাজের প্রস্তাব নিলে না নিলে সরকারি ভাতা বন্ধ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন আশ্রয়প্রার্থীদের ভাতা বন্ধের দাবিতে বিশাল আবেদন ILR উঠিয়ে দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যের সমস্যার মূল কারণ অভিবাসন নয় ব্রিটেনে বেনিফিট জালিয়াতি ঠেকাতে সব ব্যাংক অ্যাকাউন্ট নজরদারিতে নতুন ক্ষমতা পাচ্ছে DWP ইউরো ২০২৫-এ ইতিহাস গড়ল ইংল্যান্ড: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন লায়নেসরা প্রতিনিধিদল যাচ্ছে যুক্তরাষ্ট্র, ২৫টি বোয়িং কেনাসহ বাণিজ্য আলোচনায় ইতিবাচক বার্তা দেওয়ার প্রস্তুতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী বাড়ছে খাদ্যের দাম

‘গোল্ডেন টিকিট আর নয়’ – স্বয়ংক্রিয় বসবাস ও পারিবারিক পুনর্মিলন সুবিধা বাতিল

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
Screenshot

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আশ্রয় প্রার্থীদের জন্য যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস ও পারিবারিক পুনর্মিলনের স্বয়ংক্রিয় অধিকার বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি একে আখ্যা দিয়েছেন “গোল্ডেন টিকিট” সমাপ্তি। সরকারের দাবি, এই পদক্ষেপে ছোট নৌকায় করে অবৈধভাবে চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা কমবে।

বর্তমানে শরণার্থীরা পাঁচ বছর পর যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। তবে নতুন নিয়মে সেই সময়সীমা আরও দীর্ঘ করা হবে। পাশাপাশি, আত্মীয়স্বজনকে দেশে আনার স্বয়ংক্রিয় সুবিধা – যা সেপ্টেম্বর মাসে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল – এবার স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। শরৎকালে নতুন শর্তাবলী বিস্তারিতভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে সরকার।

স্টারমার বৃহস্পতিবার ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে যোগ দেবেন, যেখানে অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বসবাসের নিয়ম পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। তিনি বলেছেন, “মৌলিক পরিবর্তন” আনা হচ্ছে যাতে বোঝানো যায়—“স্থায়ী বসবাস অর্জন করতে হলে দেশের প্রতি অবদান রাখতে হবে।”

দীর্ঘমেয়াদি বসবাসের নতুন শর্ত

সরকার জানিয়েছে, শরণার্থীরা মৌলিক সুরক্ষা প্যাকেজ পাবেন, তবে স্থায়ী বসবাসের পথে আসবে দীর্ঘ ও কঠিন শর্ত। নতুন নিয়ম অনুযায়ী তাদের অবদান প্রমাণ করতে হবে। একই সঙ্গে, বৈধ ভিসায় আগত অভিবাসীদের ক্ষেত্রেও ১০ বছর পর্যন্ত অপেক্ষা করার বিধান চালুর পরিকল্পনা করা হয়েছে।

গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদও জানিয়েছেন, বৈধ অভিবাসীদের স্থায়ী বসবাসের শর্ত কঠোর করা হবে। প্রার্থীদের উন্নত মানের ইংরেজি জ্ঞান, পরিষ্কার অপরাধমুক্ত রেকর্ড এবং সামাজিক সেবায় স্বেচ্ছাসেবী অংশগ্রহণ দেখাতে হবে।

বিরোধীদের প্রতিক্রিয়া

শাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ একে “স্টারমারের গিমিক” আখ্যা দিয়ে বলেছেন, এটি আসলে কোনো পরিবর্তন আনতে পারবে না। অন্যদিকে, রিফিউজি কাউন্সিল সতর্ক করেছে যে এ ধরনের পদক্ষেপ মানুষকে আরও মরিয়া করে তুলবে এবং প্রিয়জনের সঙ্গে পুনর্মিলনের জন্য পাচারকারীদের কাছে ঠেলে দেবে।

পরিবার পুনর্মিলন নিয়মে কড়াকড়ি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার সেপ্টেম্বর মাসে শরণার্থীদের পারিবারিক পুনর্মিলন স্কিম স্থগিত করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, অন্যান্য অভিবাসীদের তুলনায় শরণার্থীরা কম শর্তে পরিবার আনতে পারা “ন্যায্য নয়”। নতুন নিয়মে আত্মীয় আনার ক্ষেত্রে অভিবাসীদের মতো আয়সীমা (£29,000) ও আবাসনের শর্ত পূরণ করতে হবে। কুপার আরও দাবি করেছিলেন, স্থানীয় কাউন্সিলগুলির এক-চতুর্থাংশেরও বেশি পরিবারহীন আবেদন শরণার্থী পুনর্মিলনের সঙ্গে যুক্ত।

ইউরোপীয় সহযোগিতা ও মানবাধিকার প্রশ্ন

কোপেনহেগেনে বৈঠকে স্টারমার ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথভাবে ঘোষণা করবেন, পশ্চিম বলকান অঞ্চলের মানুষদের নিজ দেশে রাখার উদ্যোগে £৩ মিলিয়ন অনুদান। এছাড়া, আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসন কমাতে ইতালির রোম প্রক্রিয়ায় যুক্তরাজ্যের অবদান বাড়িয়ে £৫.৭৫ মিলিয়ন করা হয়েছে।

মানবাধিকার প্রসঙ্গে স্টারমার বলেছেন, তিনি ইউরোপীয় মানবাধিকার সনদ ভেঙে ফেলতে চান না। তবে এর ৩ নম্বর অনুচ্ছেদ – যেখানে নির্যাতন ও অমানবিক আচরণের বিরুদ্ধে সুরক্ষা রয়েছে – তা পুনর্বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন।

রাজনৈতিক প্রেক্ষাপট

জুলাই ২০২৪ সালে ক্ষমতায় আসার সময় লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল ছোট নৌকায় অভিবাসন ঠেকানোর। কিন্তু এখনো প্রবাহ উচ্চমাত্রায় রয়েছে। সাম্প্রতিক লেবার সম্মেলনে রিফর্ম ইউকে দলের উত্থান বড় আলোচনার বিষয় ছিল। ওই দল প্রস্তাব দিয়েছে, স্থায়ী বসবাস (ILR) পুরোপুরি বাতিল করে প্রত্যেক অভিবাসীকে পাঁচ বছর পরপর ভিসা নবায়ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয় আরও সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: শুক্র, ৩ অক্টো.

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (ভোর ৫:৫৭)
  • ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আপনার প্রয়োজনীয় আসবাবপত্র কিনুন হোডেক থেকে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১