কার্ডিফ জালালিয়া মসজিদে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর উদ্যোগে ইফতার বিতরণ
যুক্তরাজ্যের কার্ডিফে অবস্থিত জালালিয়া মসজিদে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।
এই আয়োজনে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রাস্টি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, এবং সঞ্চালনা করেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার।
ইফতার পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিল
ইফতার বিতরণের আগে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির। এতে কমিউনিটির বিশিষ্টজনসহ বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।
মসজিদ কমিটি ও কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় সুন্দর ও শৃঙ্খলভাবে আয়োজিত এ ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ।
এই মহতী উদ্যোগের মাধ্যমে ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।