মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন সে দেশের ৫০তম ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গোল্ড কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানানোর পর এবার অভিবাসন সংক্রান্ত কড়াকড়ির বিষয়ে নিজের মত প্রকাশ করলেন ভ্যান্স। তাঁর স্পষ্ট বক্তব্য, শুধু গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার পাওয়া যাবে না।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, “একজন গ্রিন কার্ডধারী আমাদের দেশে অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার পান না।” তাঁর এই মন্তব্যকে বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে দেখছেন।
ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। পাশাপাশি, শুল্ক নীতিতেও বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন।
শুধু তাই নয়, জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত আইন বদলেরও চেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের মতে, এই পরিবর্তন অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা আনবে এবং আমেরিকার অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
নতুন অভিবাসন নীতি: আসছে ‘গোল্ড কার্ড’?
ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে ‘গোল্ড কার্ড’ চালুর চিন্তাভাবনা। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, “আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করেছি। এটি গ্রিন কার্ডের মতোই সুবিধা দেবে এবং নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন, প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন এবং নতুন কর্মসংস্থান তৈরি করবেন।”
বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পনা অভিবাসন নীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। তবে, এ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন, এটি ধনীদের জন্য বিশেষ সুবিধা তৈরি করবে, আবার কেউ মনে করছেন, এটি মার্কিন অর্থনীতির জন্য ইতিবাচক হবে।
এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন ঠিক কী ধরনের অভিবাসন নীতি বাস্তবায়ন করে এবং তা কতটা প্রভাব ফেলতে পারে অভিবাসীদের ওপর।