বেইজিং, ২৮ মার্চ ২০২৫: বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রফেসর মুহাম্মদ ইউনূস, নদী ও পানি ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য চীনের কাছে ৫০ বছরের একটি মহাপরিকল্পনা চেয়েছেন।
শুক্রবার চীন সফরের তৃতীয় দিনে তিনি চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওয়িংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই অনুরোধ জানান। বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনি চীনের পানি ব্যবস্থাপনার দক্ষতা ও সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশের জন্য চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
প্রফেসর ইউনূস বলেন, ‘বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন ও জীবিকার কেন্দ্রবিন্দু, তবে অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে এটি বিপজ্জনকও হয়ে উঠতে পারে।’ তিনি আরও উল্লেখ করেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও উন্নয়ন চাহিদার কারণে নদীর ধারে ভূমি দখল বাড়ছে, যা পরিবেশ ও নদীর গতিপ্রবাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি চীনকে পানি ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ উল্লেখ করে বলেন, ‘আমরা এখানে এসেছি শেখার জন্য—কীভাবে পানি সম্পদকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের কল্যাণে ব্যবহার করা যায়।’ তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনা পরিকল্পনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওয়িং বাংলাদেশের পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলোর সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ‘চীন ও বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই মিল রয়েছে।’ তিনি বাংলাদেশের জন্য কারিগরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং জানান, চীনের মহাপরিকল্পনার মাধ্যমে তাদের নিজস্ব পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।
প্রফেসর ইউনূস বিশেষভাবে তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ রোধের জন্য চীনের সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা বর্তমানে চারদিনের চীন সফরে রয়েছেন এবং এসময় তিনি চীনের নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক বৈঠক করছেন।