কর ফাঁকির অভিযোগে আনচেলোত্তির বিরুদ্ধে মামলা, চার বছরের বেশি কারাদণ্ড চায় প্রসিকিউশন
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি কর ফাঁকির অভিযোগে আগামী সপ্তাহে আদালতে হাজির হবেন। স্পেনের প্রসিকিউটররা তার বিরুদ্ধে চার বছর নয় মাসের কারাদণ্ড দাবি করেছে।
৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৪ ও ২০১৫ সালে তার ইমেজ স্বত্ব থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ গোপন করেছেন, যা স্পেনের রাজস্ব বিভাগের জন্য ১১ লাখ ডলারেরও বেশি ক্ষতির কারণ হয়েছে।
বিচার কার্যক্রম বুধবার শুরু হবে এবং দুই দিন ধরে চলবে বলে আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন। আনচেলোত্তিকে অবশ্যই ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে।
প্রসিকিউটরদের দাবি, আনচেলোত্তি নিজেকে স্পেনের করদাতা হিসেবে ঘোষণা করলেও শুধুমাত্র রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রাপ্ত বেতনই দেখিয়েছেন। অথচ তার ইমেজ স্বত্ব এবং অন্যান্য আয়ের উৎসের তথ্য কর বিবরণীতে উল্লেখ করেননি।
তারা আরও অভিযোগ করেছেন, আনচেলোত্তি একাধিক শেল কোম্পানি ব্যবহার করে “জটিল ও বিভ্রান্তিকর” একটি কাঠামো তৈরি করেন, যার মাধ্যমে তার প্রকৃত উপার্জন গোপন রাখা হয়।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, আনচেলোত্তি ২০১৪ সালে তার ইমেজ স্বত্ব বিক্রি করে ১৩.৩ মিলিয়ন ডলার এবং ২০১৫ সালে ৩১.৯ মিলিয়ন ডলার আয় করেন।
২০২৩ সালে স্পেনের আদালত তাকে এই মামলায় বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয়, তবে তখন বিচার শুরুর তারিখ নির্ধারণ করা হয়নি।
এ প্রসঙ্গে আনচেলোত্তি আগেও বলেছিলেন, “এটি পুরনো একটি ঘটনা, যা দ্রুত সমাধান হবে বলে আশা করছি।”
প্রসঙ্গত, স্পেন সাম্প্রতিক বছরগুলোতে শীর্ষ ফুটবলারদের কর ফাঁকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, এবং সাবেক রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং স্থগিত কারাদণ্ড পেয়েছেন।
এছাড়া ২০২৩ সালে কলম্বিয়ান গায়িকা শাকিরা ১৪.৫ মিলিয়ন ইউরোর কর ফাঁকি মামলার নিষ্পত্তি করতে তিন বছরের স্থগিত কারাদণ্ড ও ৭.৮৬ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হন।