ইস্ট লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় ২৯ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যায়।
বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে এবং এটিএন বাংলার সিনিয়র প্রডিউসার উর্মি মাজহার-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সমাজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান এবং বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী।
অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় কবি আজিজুল আম্বিয়ারের সাহিত্যকর্ম ও জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র, যা দর্শকদের মধ্যে গভীর আগ্রহের জন্ম দেয়। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ভারতের কবি শুভভাগত দীশ গুপ্তসহ আরও অনেকে।
আলোচনায় অংশগ্রহণ করেন কবি ময়নূর রহমান বাবুল, ইতিহাসবিদ ফারুক আহমদ, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সমাজকর্মী আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, সাইদুর রহমান রেনু, কবি এ কে এম আবদুল্লাহ, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।
অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত না থাকলেও, বই প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ভিডিও বার্তায় অংশগ্রহণ করেন।
স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব ও সেজুতি চৌধুরী জ্যোতির আবৃত্তি পরিবেশন অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও আবেগময়।
বক্তারা বলেন, “উপমা ভালোবাসার” কেবল প্রেমের নয়, বরং দেশপ্রেম, মানবতা, প্রবাসজীবনের অভিজ্ঞতা ও ফিলিস্তিন সংকটসহ জীবনের বহুমাত্রিক দিক ফুটিয়ে তুলেছে।
তাঁরা আশা প্রকাশ করেন, এমন উষ্ণ গ্রহণ ও উৎসাহ কবিকে আরও গভীর সাহিত্যসাধনায় অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সকল অতিথি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতি কৃতজ্ঞতা জানান, যাঁদের উপস্থিতিতে এই আয়োজন হয়ে ওঠে সার্থক ও স্মরণীয়।