অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী কীর স্টারমারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে স্টারমার এই সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ।
ইউনূস বলেন, “এটা চুরি করা অর্থ” এবং যুক্তরাজ্যকে নৈতিক ও আইনি দায়িত্ব থেকে মুক্ত নয় বলে মন্তব্য করেছেন । তিনি আরও জানান, শ্রীর গত দুই দশকের শাসনকালে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে স্থানান্তর হয়েছে — যার একটি বড় অংশ যুক্তরাজ্যের ব্যাংকে রয়েছে ।
বর্তমানে যুক্তরাজ্য সরকার বিষয়টিতে “সহজ সহযোগিতা” দিচ্ছে বলে ইউনূস জানান । তবে তিনি আরও বলেছেন, তারা আরও ‘উদ্দীপনামূলক’ সমর্থন চান— ব্যবসা প্রতিষ্ঠান, আইন-শাসন ও গোয়েন্দা সংস্থার সু-সক্রিয়তা কামনা করছেন ।