৪ লাখের বেশি স্বাক্ষর, আশ্রয়প্রার্থীদের ভাতা বন্ধে পার্লামেন্টে আসছে বিতর্ক| আশ্রয়প্রার্থীদের ভাতা বন্ধের দাবিতে বিশাল আবেদন, পার্লামেন্টে বিতর্কের তারিখ ঘোষণা| আশ্রয়প্রার্থীদের ভাতা বন্ধের দাবিতে করা একটি অনলাইন আবেদনে ব্যাপক সাড়া মিলেছে। এ আবেদনে ৪ লাখ ২৭ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহের পর অবশেষে এটি নিয়ে যুক্তরাজ্যের সংসদে বিতর্কের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর হাউস অব কমন্সে এ বিষয়ে আলোচনা হবে।
আবেদনটির উদ্যোক্তা বব ক্লিমেন্টস লিখেছেন, “সরকার আশ্রয়প্রার্থীদের যে আর্থিক ও অন্যান্য সহায়তা দিচ্ছে, যেমন আশ্রয়কেন্দ্র, খাবার, চিকিৎসা (চক্ষু ও দাঁতের চিকিৎসা-সহ) এবং নগদ ভাতা—এসব বন্ধ করা উচিত। আমি মনে করি, এ ধরনের সুবিধা ইংলিশ চ্যানেল হয়ে বেআইনি অভিবাসনকে উৎসাহিত করছে।”
যুক্তরাজ্যে কোনো আবেদন ১ লাখের বেশি স্বাক্ষর পেলে তা সংসদে বিতর্কের জন্য বিবেচনা করা হয়।
সরকার ইতিমধ্যেই এ আবেদনের জবাব দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা অবৈধ অভিবাসন বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ এবং হোটেলগুলোতে আশ্রয়প্রার্থীদের রাখার প্রচলনও শেষ করতে চাই। তবে আইন অনুযায়ী, যেসব আশ্রয়প্রার্থী অন্যথায় রাস্তায় থাকতে বাধ্য হতেন, তাদের সহায়তা দেওয়া সরকারের দায়িত্ব।”
মন্ত্রীদের মতে, আবেদনটি যদি অবিলম্বে কার্যকর করা হয়, তবে বহু নারী ও শিশুসহ হাজারো মানুষ রাস্তায় বসবাস করতে বাধ্য হবে। বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালের শরতে শুধু ইংল্যান্ডেই ৪ হাজার ৬৬৭ জন গৃহহীন ছিলেন। আশ্রয়প্রার্থীদের সহায়তা বন্ধ করে দিলে এই সংখ্যা বহুগুণ বেড়ে যাবে।
সরকারের বক্তব্য, “ভাতা বন্ধ করার পরিবর্তে আশ্রয় প্রক্রিয়ার গতি বাড়ানোই উত্তম সমাধান। এতে প্রকৃত শরণার্থীরা স্বীকৃতি পাবে, আর যারা যোগ্য নয়, তাদের ফেরত পাঠানো সম্ভব হবে। একইসঙ্গে আশ্রয় খাতে ব্যয়ও কমানো যাবে।”
আসন্ন বিতর্কটি যুক্তরাজ্যের সংসদের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।