কানাডা চলতি ২০২৫ সালের জন্য বাবা-মা ও দাদা-দাদিদের স্পনসর ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে। এর ফলে এই প্রোগ্রামের আওতায় তাঁদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার জন্য নতুন আবেদন আর গ্রহণ করা হবে না।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ঘোষণা দিয়েছে, ২০২৫ সালে তারা শুধুমাত্র ২০২৪ সালে জমা পড়া স্পনসরশিপ আবেদনগুলোই প্রক্রিয়া করবে। এ বছরে সর্বোচ্চ ১৫ হাজার আবেদন প্রক্রিয়া করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যেসব কানাডীয় নাগরিক বা স্থায়ী বাসিন্দা তাঁদের বাবা-মা ও দাদা-দাদিদের দীর্ঘ সময় ধরে কানাডায় তাঁদের সঙ্গে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন, তাঁরা বিকল্প হিসেবে সুপার ভিসার মাধ্যমে তাঁদের আনতে পারেন। সুপার ভিসা আত্মীয়দের একবারে পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দেয়।
বাবা-মা ও দাদা-দাদিদের স্পনসর প্রোগ্রাম কী?
এই প্রোগ্রামের আওতায় কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং নিবন্ধিত ভারতীয়দের তাঁদের বাবা-মা ও দাদা-দাদিদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার সুযোগ দেওয়া হয়। তবে, বিপুল সংখ্যক আবেদনকারীর তুলনায় সংস্থান সীমিত থাকায় পিজিপি (Parent and Grandparent Program) লটারির মাধ্যমে আবেদন গ্রহণ করে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে যাঁরা ইনটেক ফর্ম জমা দিয়েছিলেন, তাঁদের মধ্য থেকেই এই লটারির মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়।
স্পনসরশিপ স্থগিতের কারণ কী?
আইআরসিসি ২০২৫ সালের জন্য স্থায়ী বাসিন্দা অনুমোদনের লক্ষ্য ২০ শতাংশ কমিয়েছে। এর অংশ হিসেবে বাবা-মা ও দাদা-দাদিদের প্রোগ্রামের বরাদ্দও কমানো হয়েছে। ২০২৫ সালে পিজিপি প্রোগ্রামের আওতায় ২৪,৫০০ বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ২০২৩ সালে প্রকাশিত ইমিগ্রেশন স্তরের পরিকল্পনায় আইআরসিসি ২০২৪ সালের জন্য ৩২,০০০ এবং ২০২৫ সালের জন্য ৩৪,০০০ বিদেশিকে স্থায়ী বাসিন্দা হিসেবে অনুমোদনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল।