মাদারীপুরের সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পূর্ব রাস্তি এলাকার হাকিম ব্যাপারী ও মিঠু হাওলাদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরিত হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা জানিয়েছেন, “দু’পক্ষের মধ্যে সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উত্তেজনার কারণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত হাকিম ব্যাপারী ও মিঠু হাওলাদারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। পরিস্থিতির ওপর প্রশাসন কড়া নজরদারি রাখছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পুনরায় না ঘটে।