ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত এ ভবনে আগুন লাগানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা সুধা সদনে অগ্নিকাণ্ডের খবর পান। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিরাপত্তারক্ষীদের বরাতে জানা গেছে, রাত সাড়ে ১০টার কিছু পর ১০-১২ জন যুবক সুধা সদনে এসে আগুন ধরিয়ে দেয়। আগুন ভবনজুড়ে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আশপাশের বাসিন্দারা দ্রুত এসে পানি ঢেলে নিচতলার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এর আগে, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি ধানমন্ডি ৩২ নম্বর ভবনটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে একাধিক ফেসবুক পোস্ট দেন।
প্রথমে রাত ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে সমাবেশের পরিকল্পনা করা হলেও পরে তা এগিয়ে রাত ৮টায় শুরু করা হয়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা ধানমন্ডির দিকে অগ্রসর হন এবং রাত ৮টার দিকে বিপুলসংখ্যক জনতা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা গেট ভেঙে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে ভাঙচুর চালান এবং পরে ভবনে আগুন ধরিয়ে দেন।